কর্ম সাথী প্রকল্প

কর্ম সাথী প্রকল্পের আবেদন করার জন্য আপনদের আহ্বান জানানো হচ্ছে।
পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর গড়ে তোলার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার কর্ম সাথী প্রকল্প আবেদন করার জন্য আহ্বান জানাচ্ছে। এখানে বেকার যুবক যুবতীরা দু'লক্ষ বা তারও বেশি লোন পেতে পারেন যা তাদের ব্যবসা ও নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে। এবং সরকার ভর্তুকি  প্রদান করবে। 
অতএব একটি দারুন প্রকল্প আপনারা চাইলে এখান থেকে ফরম টি ডাউনলোড করতে পারবেন

পশ্চিমবঙ্গের বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে “কর্ম সাথী” “Karma Sathi Prakalpa” প্রকল্পের নামে একটি নতুন প্রকল্প চালু হয়েছে। পশ্চিমবঙ্গে এই প্রকল্পে আগামী তিন বছরে, প্রতি বছর 1 লক্ষ বেকার যুবক-যুবতীদের নিয়মিত সংস্থান করা হবে। এর জন্য দু লক্ষ টাকা পর্যন্ত লগ্নির নতুন প্রকল্পের সহজ শর্তে ঋণ প্রদান ও ভর্তুকি দেওয়ার ব্যবস্থা থাকবে। রাজ্যের অধীনস্থ সমবায় ব্যাংকের মাধ্যমে এই ঋণ দেওয়া হবে। আশা করা যায় এই প্রকল্পের সহায়তায় বেকার যুবক যুবতীরা ছোট উৎপাদন প্রতিষ্ঠান বা ক্ষুদ্র ব্যবসা শুরু করে নিজেরা স্বাবলম্বী হতে পারবে। এই প্রকল্পের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে
*ফরমটি ডাউনলোড করার জন্য : এখানে ক্লিক করুন

No comments

Powered by Blogger.