খুব কম খরচে হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হন










আপনি যদি কম খরচে উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে চান খুব কম টাইম এর মধ্যে প্রতিষ্ঠিত হতে চান তাহলে হোটেল ম্যানেজমেন্টে ভর্তি হয়ে যান। আর খুব কম খরচে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করার সেরা ঠিকানা
প্রফুল্ল চন্দ্র ইনস্টিটিউট অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট।(হোটেেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট)

১। সুযোগ-সুবিধা
*100% জব প্লেসমেন্ট গ্যারান্টি
*লোন এর সুব্যবস্থা
*Sc/st/obc অনুমোদিত সার্টিফিকেট প্রাপ্ত প্রার্থী ভর্তির পর পুরো কোর্স 10% ওয়েব করতে পারবেন।
*কন্যাশ্রী ছাত্রীরা 10% ওয়েব পেয়ে যাবেন।
*মেয়েদের জন্য হোস্টেলে থাকার সুবিধা রয়েছে।
*স্যানিটেশন ও হাইজিনের বিশেষভাবে সর্তকতা অবলম্বন করা হয়েছে।

ভর্তি শুরু হয়ে গেছে তাড়াতাড়ি ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন আগামী 17 সেপ্টেম্বর থেকে নতুন ব্যাচ শুরু হবে

২। কোর্স 
*6 মাস কোর্স
*১ বছর ডিপ্লোমা কোর্স
✓sc/st/obc/ 10% ছাড় পেয়ে যাবে।
✓কন্যাশ্রী ছাত্রীরা 10% ছাড় পেয়ে যাবে।   ✓কোর্স সম্বন্ধে বিস্তারিত জানার জন্য কল করুন নিচের নাম্বারে
📞৯১২৩৮৭২৬৮২

৩। চাকরি
✓৪ স্টার/৫ স্টার হোটেলে দেশে ও বিদেশে ট্রেনিং করার সুবিধা থাকছে এবং তারপর চাকরি দেওয়ার পুরোপুরি দায়িত্ব নেওয়া হচ্ছে।
✓100% জব প্লেসমেন্ট গ্যারান্টি।

৪। কলেজের ঠিকানা
School Address- Near Narajole Busstand, Daspur,Paschim Medinipur WB -721211

৫। ভর্তির জন্য তাড়াতাড়ি যোগাযোগ করুন নিচে দেওয়া নাম্বারে।
✓9123 87 2682
৬। সীমিত সীট আর খালি আছে

                                       ধন্যবাদ

1 comment:

Powered by Blogger.