foot ball tournament in gilaboni 2020

গিলাবনি উদয়ন সংঘ
গিলাবনি পশ্চিম মেদিনীপুর
সুধী 
ফুটবল প্রেমী বন্ধুগণ
 
       গিলাবনি উদয়ন সংঘের পরিচালনায় দুই দিনব্যাপী বিরাট ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।এই প্রতিযোগিতায় আপনাদের টিমের উপস্থিতি একান্ত ভাবে কামনা করি।

                             পুরস্কার
✓ফাইনালে বিজয়ী দলকে 30 কেজি মোরগ ও একটি আকর্ষণীয় ট্রফি দেওয়া হবে।
✓ফাইনালে বিজিত দলকে 25 কেজি মোরগ ও একটি আকর্ষণীয় ট্রফি দেওয়া হবে।
✓সেমিফাইনালে বিজিত দল দুটিকে 10 কেজি করে মোরগ দেওয়া হবে।
✓কোয়ার্টার ফাইনালে বিজিত দলকে 4 কেজি করে মোরগ দেওয়া হইবে।
✓বেস্ট খেলোয়াড় ও বেস্ট গুলিকে জার্সি দেওয়া হবে।

খেলার তারিখ ™: 11 ও 12 আশ্বিন মাস (27 ও 28 সেপ্টেম্বর 20২০।
✓খেলার স্থান=গিলাবনি ফুটবল ময়দান।


No comments

Powered by Blogger.